রাজধানীতে ময়লার ড্রামে বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৪:৩৪ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

রাজধানীর মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার মগবাজারের ওয়্যারলেস গেটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত চারজন হলেন প্রকৌশলী সাইফুল ইসলাম, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শ্রমিক মো. তারেক, মো. শাহিন ও আবুল কালাম । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাইফুল ইসলাম জানান, তার বাসা বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন তিনি। অফিসের উদ্দেশে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়্যারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরক্ষণে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে, তা তিনি জানেন না।

আহত শাহীন জানান, তারা ওয়্যারলেস গেটে ডিপিডিসির শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরেও ক্ষত হয়েছে।

হাসপাতালে আরশাদ হোসেন ফাহিম নামে আরেক প্রকৌশলী জানান, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশে একটি ফার্মেসির জানালা-দরজা ভেঙে গেছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি ময়লার ড্রামে বিস্ফোরণ ঘটেছে। আমরা এ ঘটনার তদন্ত করছি।' তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘এখানে বিস্ফোরকের উপাদান পাওয়া গেছে। পুলিশের বিশেষজ্ঞ দল কাজ করছে। বিস্তারিত জানতে একটু সময় লাগবে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে জানান, আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএ/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :