অভিভাবকের জায়গায় মায়ের নামও লেখা যাবে: হাইকোর্টের রায়

অভিভাবকের জায়গায় বাবা অথবা মায়ের নাম লেখাতে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আগে অভিভাবকের ক্ষেত্রে কেবলমাত্র বাবার নাম দেওয়ার সুযোগ ছিল।
শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের নামে ফরম পূরণ করে পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আইনুননাহার সিদ্দিকা। তার সঙ্গে ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম এবং আয়েশা আক্তার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থী তথ্য ফরমে অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ঠাকুরগাঁও জেলার এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে এ ঘটনার যথাযথ অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি প্রতিষ্ঠার দাবিতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে রিট করে। সেই রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। একপর্যায়ে রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় দিলেন দেশের উচ্চ আদালত।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

সৌদিতে নিহত আট বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদিতে বাস উল্টে নিহতদের আটজন বাংলাদেশি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশে ৪৩ দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু

ভোটের সময় সাংবাদিক পর্যবেক্ষকদের বাধা দিলে ২ থেকে ৭ বছরের জেল

দেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব

সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে: সিইসি

বিকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি
