ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হচ্ছেন চার পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেতে চলেছেন ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তা। সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদেরকে পদোন্নতি দিয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেতে চলা এই চার কর্মকর্তা হলেন—পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।
জানা গেছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-গ্রেড ২) এর দুইটি পদ শূন্য ছিল। আর পদোন্নতিজনিত কারণে আরও দুটি পদ শূন্য রয়েছে। ডিআইজি পদমর্যাদার এই চার পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেলে এই শূন্য পদে পদায়ন হবেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএস/ডিএম)

মন্তব্য করুন