গায়ক আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:২২

আবেদনের বছর পেরিয়ে গেলেও ই-পাসপোর্ট না পেয়ে বেশ হতাশ হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ফেসবুকে সেই হতাশার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন। অবশেষে তার সেই হতাশার দিন ফুরালো। আসিফকে ই-পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসিফকে ই-পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এদিন আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, ‘কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চুড়ান্ত শুনানি শেষে আজকে রুলটি নিষ্পত্তি করেছেন আদালত। এখন আসিফকে তার ই-পাসপোর্ট দিতে হবে।’

আবেদনের এক বছর হয়ে গেলেও ই-পাসপোর্ট না পেয়ে গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ। রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট,ভিসা এন্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

এদিকে, হাইকোর্টের আদেশের পর এ সংক্রান্ত একটি নিউজের লিংক নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে আসিফ আকবর তার অভিব্যক্তি জানাতে ক্যাপশনে সূরা ফাতিহার ‘ইয়া কানা’বুদু ওয়া ইয়া কানাস্তাইন’ আয়াতটি কোট করেছেন। যার অর্র্থ, ‘আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি।’

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমুর ১০ দিনের রিমান্ড আবেদন

`ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, ফেসবুক প্রোফাইলও লাল করেছিলাম’, আদালতকে তাপস-শমী কায়সার

শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

‘লুঙ্গি খুলে মেয়েদের দিয়ে জড়িয়ে ধরানো হয়’, ডিবির রিমান্ডের লোমহর্ষক বর্ণনা মাদানীর

সব মামলায় খালাস ‘শিশুবক্তা’ মাদানী

এই বিভাগের সব খবর

শিরোনাম :