রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলামের মেয়াদ বাড়ল

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে।তার চুক্তির মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত চুক্তিভিত্তিক সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে আরও ছয়মাস একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
ওয়াহিদুল ইসলাম ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি অবসরে যান। এরপর এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান তিনি। পরে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৮৬ সালে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

ভিন্ন ধারার সংকটকালে পুলিশের তিন গুরু দায়িত্ব, ডায়নামিক একজন বেনজীর আহমেদ

ফেব্রুয়ারি মাসে ডিএমপিতে যারা সেরা

র্যাব মুখপাত্রের জন্মদিন উদযাপন

গ্রেড-১-এ পদোন্নতি পেলেন স্বাস্থ্যের অতিরিক্ত সচিব জেবুননেছা বেগম

যে শর্তে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পেলেন পুলিশ কর্মকর্তা

অবসরে যাচ্ছেন এক উপসচিব

এক উপসচিব ও দুই সহকারী সচিবকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রদূত তারিক করিম
