দেশে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডে আ.লীগ ও সরকারের আপত্তি নেই: আইনমন্ত্রী

দেশে কোনো দলে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও সরকারের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে বিএনপ’র পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজতৈনিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’
এর আগে সকাল সোয়া দশটায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন আইনমন্ত্রী। এসময় স্টেশনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ। মন্ত্রী পরে সড়ক পথে কসবার উদ্দেশ্যে রওয়ানা করেন। যাত্রাপথে আখাউড়া পৌরশহরের রাধানগর হাজী মহল্লায় পুনর্নির্মিত মসজিদে নূর এর উদ্বোধন করেন।
আইনমন্ত্রী আনিসুল হক কসবায় কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবে।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

ওবায়দুল কাদেরের সঙ্গে ছবি তুলতে না পারায় ছাত্রলীগ নেতাকে মারধর আ.লীগ নেতার

একটি দানবীয় দুঃশাসন আমাদের ওপর চেপে বসেছে: মির্জা ফখরুল

বিএনপি চেতনা ও মননে পাকিস্তানকে ধারণ করে: ওবায়দুল কাদের

জন্মলগ্ন থেকেই আ.লীগ জনগণের কল্যাণে কাজ করছে: আমিনুল ইসলাম

জামায়াতে ইসলামীর গুলশান শাখার সভাপতিসহ ১৬ নেতাকর্মী আটক

দেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত করেছিল ৭ মার্চের ভাষণ: ইঞ্জিনিয়ার আবু নোমান

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক, সম্পাদক মোবাশ্বের

‘মুক্তিযোদ্ধাদের পেছনে ফেলে রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে জিয়া-এরশাদ’
