প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, সমাবেশে ৫ লাখ লোক সমাগমের আশা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:০১

দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী শহর নতুন সাজে সেজেছে। প্রধানমন্ত্রীকে বরণে উত্তরের এ জনপদ জুড়ে করা হয়েছে সাজসজ্জা ও লাইটিং। জেলার নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

রবিবার রাজশাহী ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এতে অন্তত পাঁচ লাখ লোক সমাগমের আশা করছে জেলা আওয়ামী লীগ।

এদিকে এ সফরে রাজশাহীতে চলমান ৩১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ২৫টি প্রকল্পের ফলক উন্মোচন করবেন সরকার প্রধান। এছাড়াও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

জেলা আওয়ামী লীগ সূত্র বলছে, রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে নবীন বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে নগরীর মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।

অপরদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো নগরী। এছাড়া সড়ক বিভাজকগুলোতে করা হয়েছে রঙ।

জেলা আওয়ামী লীগের এক কর্মী বলেন, দীর্ঘ সময় পর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তার আগমন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে শহর। তাকে বরণ করতে আমরা রাজশাহীবাসী প্রস্তুত রয়েছি।

শনিবার দুপুরে মাদরাসা ময়দানে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ শেষ, মাঠও প্রস্তুত। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের জন্য নগরজুড়ে লাগানো হয়েছে মাইক। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মাঠের পাশে বসানো হয়েছে অস্থায়ী টয়লেট। এছাড়া পানি সরবরাহের ব্যবস্থা করেছে রাজশাহী ওয়াসা।

সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর টহল দেখা গেছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী মহানগর একসময় ধুলোচরের শহর ছিল। আজ এটি আধুনিক মহানগরী। সারা দেশে উন্নয়নের যে জোয়ার, সেই জোয়ারের সঙ্গে রাজশাহীও সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই সমাবেশে মানুষের ঢল নামবে।’

জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জেলা ও মহানগরে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। এসব উপ-কমিটির সমন্বয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী মহানগর ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা চলছে।

রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল, গণসংযোগ, হ্যান্ডবিল বিলি, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ গোটা শহরজুড়ে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণে সজ্জিত করা হচ্ছে।