সাভারে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

ঢাকার সাভারে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জামিল উদ্দিনের ছেলে মো. মহিন উদ্দিন (৩৮) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাজিরপুর সাতবর বাড়ি গ্রামের মো. রাশেদুল হকের ছেলে মো. হাবিব উল্লাহ (৩১)।
ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ শুক্রবার রাতে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদে মোট ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে আটক মো. মহিন উদ্দিনের কাছ থেকে সাড়ে তিন কেজি (৩ কেজি ৫০০ গ্রাম) এবং মো. হাবিব উল্লাহর কাছ থেকে দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঢাকা টাইমসকে বলেন, শ্রক্রবার রাতে গোপন সংবাদেরভিত্তিতে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থলসহ এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টঙ্গীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বাধীনতাবিরোধীদের কথায় এই দেশ চলবে না:নৌপরিবহন প্রতিমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা!

১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মৌলভীবাজার, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ময়মনসিংহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভৈরবে হিরো আলমকে দেখতে উপচেপড়া ভিড়

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: শোভন

চাঁপাইনবাবগঞ্জে জুতা পায়ে বঙ্গবন্ধু ম্যুরালে ইউএনওসহ আ.লীগ নেতাদের শ্রদ্ধা
