সপ্তাহের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় আবার গুলি, এবার নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ২৩:০৮

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবার গুলির ঘটনা ঘটেছে। এবার বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে চারজন। শনিবার লস অ্যাঞ্জেলেসের বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন একটি গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। আহতদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হতাহতদের পরিচয় জানায়নি পুলিশ।

সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। লস অ্যাঞ্জেলেসের শহরতলীতে একটি ড্যান্স হলে গুলির ঘটনায় ১১ জন নিহত ও ৯ জন আহতের ঘটনার এক সপ্তাহ পর আজকের গুলির ঘটনা ঘটল। এর আগে গত সোমবার সান ফ্রান্সিসকোর দক্ষিণে মাশরুম খামারে বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র আইন লস অ্যাঞ্জেলেসে বিদ্যমান, সেখানে বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যাও দেশের অন্য স্থানের তুলনায় কম। সাম্প্রতিক এ ঘটনাগুলো তাই একটি বড় দুশ্চিন্তার কারণ হিসেবে গণ্য হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ২০২২ সালে টানা তৃতীয় বছরের মতো ছয় শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।-এপি।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :