নেত্রকোণায় গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭

নেত্রকোণা জেলা শহরের রাজুর বাজার এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে রাজুর বাজার ময়লাকান্দা এলাকায় শওকত মিয়ার রাইস মিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত শাফায়াত উল্লাহ (২৮) বালুয়াখালী এলাকার ওমর ফারুকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :