ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:২৯
অ- অ+

নারী অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে নেমে ৭ উইকেট ও ৩৬ বল হাতে রেখেই জয় পেয়ে যায় ভারত।

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা শেফালি ভার্মা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। সাধু-দেবী-চৌপরাদের বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। সেই বিপর্যয়ে থেকে আর কাটিয়ে উঠতে পারেনি তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ম্যাকডোনাল্ড গে। ১১ রান করে করেন স্টোন হাউস ও সোফিয়া স্মেল। এছাড়া ১০ রান করেন নিয়াম হালান্ড। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ৫ রানে ফেরেন ওপেনার শোয়েতা সেহরাত। আরেক ওপেনার শেফালি ভার্মার ব্যাট থেকে এসেছে ১৫ রান। তৃতীয় উইকেট জুটিতে জয়ের ভিত গড়ে দেন তৃষ্ণা ও তিয়ারি। ২৪ রানে ফেরেন তৃষ্ণা। পরে ঋষিতা বসুকে নিয়ে জয় নিশ্চিত করেন তিয়ারি। ২৪ রানে তিয়ারি ও শূন্যরানে বসু অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা