‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছুই থাকবে না’, বিস্ফোরক ডিপজল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:২১
অ- অ+

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর সাফল্য দেখে ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়ার তোড়জোড় চলছে। তাতে সম্মত চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশির ভাগ মানুষই। তবে বিপক্ষে হাতেগোনা কয়েকজন। তাদের একজন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার বিস্ফোরক মন্তব্য, দেশে হিন্দি সিনেমা ঢুকলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছুই থাকবে না।

বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদাহরণ টেনে ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশেও যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে আমাদের চলচ্চিত্রও নেপালের মতো ধ্বংস হয়ে যাবে।’

বাংলা চলচ্চিত্রের নিজস্ব কিছু থাকবে না উল্লেখ করে ডিপজল বলেন, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে কিছু থাকবে না। আমাদের শিল্প ও সংস্কৃতিতে চরম আঘাত করবে। যদিও আগে হিন্দি সিনেমা চালিয়ে দর্শকদের সাড়া পাওয়া যায়নি। তবে নতুন করে হিন্দি সিনেমা আমদানির পায়তারা আমাদের ফিল্মের ধ্বংস ডেকে আনবে।’

ডিপজল আরও বলেন, ‘দর্শক আমাদের দেশের শিল্প ও সংস্কৃতির সিনেমাই দেখতে চায়। ইতোমধ্যে ‘হাওয়া’ ও ‘পরাণ’সহ আরও বেশ কিছু সিনেমা দিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সিনেমাগুলো কোটি কোটি টাকা ব্যবসাও করেছে। প্রেক্ষাগৃহের সংখ্যা যেখানে ৪০-৫০ এ নেমে এসেছিল, এখন তা বেড়ে দ্বিগুণ-তিনগুণ হয়েছে।’

নিজের উদাহরণ দিয়ে একসময়ের ভয়ংকর এই খল অভিনেতা বলেন, ‘আমার পাঁচটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী রোজার ঈদে একটি, কোরবানির ঈদে একটি, দুই ঈদের মাঝে একটি এবং কোরবানির ঈদের পর বাকি দুটি সিনেমা মুক্তি দেব। আরও ছয়-সাতটি সিনেমার কাজ চলছে।’

অন্যদের সিনেমার কাজও চলছে জানিয়ে ডিপজল আরও বলেন, ‘এসব সিনেমা মুক্তি পেলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এ অবস্থায় হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি দিলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থমকে যাবে। আমাদের সিনেমাগুলোর কী হবে?’

ডিপজল মনে করেন, ‘যদি হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি দেয়া হয়, তাহলে চলচ্চিত্রকে ঘুরে দাঁড় করানোর জন্য আমরা যারা একের পর এক সিনেমা নির্মাণ করছি, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়বে। কাজেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশের সিনেমা বাঁচাতে বিদেশি সিনেমা আমদানি বন্ধ করতে হবে।’

তবে শুধু ডিপজল নয়, দেশ হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার বিপক্ষে চিত্রনায়ক জায়েদ খানসহ আরও কয়েকজন। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং হল মালিক সমিতিসহ চলচ্চিত্রের ১৯ সংগঠনের বেশিরভাগ মানুষই চাইছেন, দেশে হিন্দি সিনেমা চলুক। তাতে নাকি দেশের সিনেমা হলগুলো সচল হবে, বন্ধ থাকা হলও খুলবে।

বাংলাদেশে বলিউড সিনেমা ‘পাঠান’ আমদানির তোড়জোড় করছেন পরিচালক অনন্য মামুন। তার একটি পরিবেশনা সংস্থা রয়েছে। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তথ্য মন্ত্রণালয়। তারা বিষয়টি অনেকটা চলচ্চিত্রের সংগঠনের ওপর ছেড়ে দিয়েছেন। সংগঠনের নেতারা সম্মত হলেই ‘পাঠান’-এর বাংলাদেশে মুক্তিতে কোনো বাধা থাকবে না।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা