ফের ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:২২

চলতি বছরে ভিন্ন মোড় নিয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংকট। বছরের শুরুতেই বেড়েছে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি হত্যার মাত্রা। চলমান উত্তেজনার মধ্যে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে ফের একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নাসিম আবু ফৌদা (২৬)। সোমবার সকালে তার মাথায় গুলি করা হয়।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবু ফৌদাকে রাত ২টার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সরকারি ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ইসরায়েলি বাহিনী ‘হেবরনের কেন্দ্রস্থলে ইব্রাহিমি মসজিদের দক্ষিণে, সামরিক চেকপয়েন্ট ১৬০-এ অবস্থানরত যুবকের গাড়ির ওপর সরাসরি গুলি ছুড়েছে এবং তা মাথায় বুলেট বিদ্ধ হয়েছে। তারপর তাকে শহরের আল-আহলি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

চলতি বছর নিহত হওয়া ৩৫তম ফিলিস্তিনি হলেন আবু ফৌদা হলেন। এর মধ্যে আট শিশু রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অঞ্চল পরিদর্শন করার সময় সর্বশেষ হত্যাকাণ্ড ঘটে।

ব্লিঙ্কেন সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মঙ্গলবার রামাল্লায় পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন।

যদিও জাতিসংঘ বলেছে যে ২০০৫ সালের পর ২০২২ ছিল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর। ২০২২ সালে ১৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই মাসে ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২০২৩ ট্র্যাকে সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দারা জেনিন শরণার্থী শিবিরে একটি বড় আকারের যৌথ অভিযান শুরু করে। এতে দুই শিশু এবং একজন মহিলাসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনিরা একে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার, নেতানিয়াহু বলেছিলেন, তিনি ইসরায়েলি নাগরিকদের জন্য বন্দুকের অনুমতি ত্বরান্বিত করবেন, এটি ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে দেখা এবং এমন একটি পদক্ষেপ যা সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে।

গত মাসে উদ্বোধন করা নতুন ইসরায়েলি সরকার দেশের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী এবং পশ্চিম তীরে এবং ইসরায়েলে অবৈধ ইসরায়েলি সামরিক দখলের অধীনে বসবাসকারী ফিলিস্তিনিদের পাশাপাশি বামপন্থী ইসরায়েলিদের জন্য ভয়ের জন্ম দিয়েছে৷

নতুন সরকারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অন্তর্ভুক্ত রয়েছে, যারা উভয়েই পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার তাদের অভিপ্রায় সম্পর্কে স্পষ্টবাদী এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার জন্য কুখ্যাত।

দুজনেই পশ্চিম তীরের গভীরে বসবাসকারী বসতি স্থাপনকারী।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :