মাহিকে আ.লীগের উপকমিটিতে রাখার নির্দেশ ওবায়দুল কাদেরের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১০

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে এই নির্দেশ দেন সেতুমন্ত্রী।

এ দিন সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন মাহি। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেত্রী।

তখন দলের ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, ‘সামনে উপকমিটি হবে, সেই কমিটিতে সদস্য হিসেবে যেন মাহিকে রাখা হয়।’

এই প্রসঙ্গে মাহি বলেন, ‘সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে আমাকে।’

এ বিষয়ে মাহির স্বামী রাকিব সরকার জানান, সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে কী কাজ করা যায়, এর বাইরে আর কীভাবে কোথায় কাজ করা যায় সেটা নিয়ে বিভিন্ন কথা বলেছেন সাধারণ সম্পাদক। অনেক উপদেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে মাহিকে দলের জন্য কাজ করতে বলেছেন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ওবায়দুল কাদেরের সঙ্গে ছবি তুলতে না পারায় ছাত্রলীগ নেতাকে মারধর আ.লীগ নেতার

একটি দানবীয় দুঃশাসন আমাদের ওপর চেপে বসেছে: মির্জা ফখরুল

বিএনপি চেতনা ও মননে পাকিস্তানকে ধারণ করে: ওবায়দুল কাদের

জন্মলগ্ন থেকেই আ.লীগ জনগণের কল্যাণে কাজ করছে: আমিনুল ইসলাম

জামায়াতে ইসলামীর গুলশান শাখার সভাপতিসহ ১৬ নেতাকর্মী আটক

দেশে শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত করেছিল ৭ মার্চের ভাষণ: ইঞ্জিনিয়ার আবু নোমান

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক, সম্পাদক মোবাশ্বের

‘মুক্তিযোদ্ধাদের পেছনে ফেলে রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে জিয়া-এরশাদ’

যারা এরশাদের নির্দেশনা মানবে না তাদেরই ক্ষতি: রওশন এরশাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :