কুমিল্লাকে ১৫৭ রানের টার্গেট দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৭
অ- অ+

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুললো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জয়ের জন্য ১৫৭ রান দরকার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তিন ওভার শেষ হতে না হতেই হারিয়ে বসে দুটি উইকেট। শূন্যরানে ওপেনার মেহেদী মারুফ ও মাত্র ২ রানে আউট হন খাজা নাফি।

তৃতীয় উইকেট জুটি চাপ সামলে নেন ওপেনার উসমান খান ও টপঅর্ডার ব্যাটার আফিফ হোসেন। এ সময় দুজন নিয়ে গড়েন ৯৮ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫২ রানে ফেরেন উসমান। পরে ১২ রানে শুভাগত হোম ও শূন্যরানে সাজঘরের পথ ধরেন কোর্তেস ক্যাম্ফের-জিয়াউর রহমান।

এদিকে আপনতালে খেলতে থাকা আফিফ হোসেনও অর্ধশতকের দেখা পান। তার ইনিংস থামে ৬৬ রানে। মাত্র ৪৯ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। শেষদিকে মাত্র ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন দারউইস রাসুলি। মৃত্যুঞ্জয় অপরাজিত থাকেন ১ রানে।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা