প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯
অ- অ+

ভারতের বিপক্ষে চলতি মাসের শুরুতেই চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজ শুরু হওয়ার আর মাত্র তিন দিন বাকি। এর মাঝেই ধাক্কা খেলো অজিরা। মিচেল স্টার্কের পর প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার জশ হ্যাজলউড। পরের ম্যাচ নিয়েও রয়েছে সংশয়।

হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথম টেস্টের দলে সুযোগ পেতে পারেন পেসার স্কট বোল্যান্ড। প্রথমবারের মত বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামবেন তিনি। এখন পর্যন্ত ঘরের মাটিতেই ক্যারিয়ারের সবগুলো টেস্ট খেলা বোল্যান্ড ৬ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন।

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শুরুর দু’দিন আগে বল হাতে অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন হ্যাজেলউড।

তিনি বলেন, ‘এটি সিডনি টেস্টে পাওয়া চোট। ভারী বৃষ্টির পর মাঠ নরম হয়ে যাবার পর বোলিং করেছি। রান-আপ নেয়ার জায়গা খুবই নরম ছিল। টেস্টের জন্য বাড়তি অনুশীলনের কারনে এটি শরীরের সাথে মানানসই হয়নি।’

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা