পঞ্চগড়ে বিএসএফের ছোড়া `সাউন্ড গ্রেনেডে’ কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৬
অ- অ+

পঞ্চগড়ের সদর উপজেলার কাকপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আহত কৃষকের নাম আজিজার রহমান (৪৫)।

রবিবার বিকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ৪২২ মেইন পিলারের ২৪ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ডাকা পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

আহত আজিজার রহমান উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া গ্রামের তফিদুল ইসলামের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি নদীতে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন।

আজিজারের ছোট ভাই দিদার আলী বলেন, ‘আমার ভাই রবিবার বিকালে করতোয়া নদীর চর এলাকায় বোরো ধানের চারা রোপন করছিলেন। এ সময় বিএসএফের এক সদস্য বোমা জাতীয় কোনো কিছু ছুঁড়ে মারেন। সেখানে বিকট শব্দ হয় এবং আমার ভাই মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাসায় নিয়ে আসে।’

তবে আজিজারের শারীরিক অবস্থা ‘শঙ্কামুক্ত’ বলে জানান তার ভাই।

মীরগড় বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা প্রতিবাদ জানিয়ে ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্মণবস্তি বিএসএফ ক্যাম্পের সদস্যদের পতাকা বৈঠকে ডাকি। বৈঠকে সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি তারা অস্বীকার করে।’

সাতমেড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় প্রায়ই এরকম সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা