নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত: মোজাম্মেল

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের সবার চোখ-কান খোলা রেখে উন্নয়নের সঠিক চিত্র জনগণকে জানিয়ে তাদের প্রতিহত করতে হবে। ভুলে যেতে হবে নিজেদের মধ্যকার ভেদাভেদ। কে মন্ত্রী, কে এমপি, কে আওয়ামী লীগ নেতা পার্থক্য ভুলে গিয়ে আগামী নির্বাচনে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে।
রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন।
বিএম মোজাম্মেল হক বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার নির্দেশে বিএনপির প্রোপাগান্ডা মোকাবিলায় আমরা আওয়ামী লীগের নেতারা দেশব্যাপী প্রকৃত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছি। জনগণকে ভুলভাল বুঝিয়ে বিএনপি মাঠ দখলের যে পথ বেছে নিয়েছেন তা আমরা হতে দেব না। প্রকৃত উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে পারলে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, সদর উপজেলার সাবেক মহিলা চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাহাড়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেএ/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার: আমির হোসেন আমু

বিএনপি ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কামরুল ইসলাম

শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন: সুজিত রায় নন্দী

দেশ বাঁচাতে এই সরকারের বিদায়ের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়: খোকা

বিদেশিদের কথায় মানুষ ভোট দেবে না: ওবায়দুল কাদের

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার

হজ প্যাকেজের খরচ কমানোর দাবি বিএনপির

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ফল শুভ হবে না, ফখরুলকে নানক
