মধ্য তুরস্কে নতুন করে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৫ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮

মধ্য তুরস্কে আরেকটি নতুন শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন ছিল এটি। খবর বিবিসির।

এদিকে ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে গোলবাসির কাছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬, যার উৎপত্তি ২ কিলোমিটার গভীরে।

উভয় সংস্থা জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৩টা ১৩ মিনিটে (স্থানীয় সময় ৬টা ১৩ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।

এর আগে সোমবার সকালে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়েন্টেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।

সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত চার হাজার ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি সংস্থার প্রধান ইউনুস সেজার বলেছেন, তুরস্কে নিশ্চিত মৃতের সংখ্যা এখন বেড়ে ২৯২১ হয়েছে। আহত হয়েছেন ১৫ হাজার ৮৩৪ জন।

দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, প্রথম ভূমিকম্পের পর শুধুমাত্র তুরস্কে ২৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং ১৫০০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সিরিয়ায় ১৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :