রাজধানীতে ২০ ছিনতাইকারী ও কিশোর অপরাধী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯

রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর অপরাধী দলের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকালে র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

র‌্যাবের ভাষ্য, রবিবার বিকাল চারটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২ একটি দল অভিযান চালায়। অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কাওরান বাজার এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :