২১ জেলায় চোখের স্বাস্থ্যসেবা দিচ্ছে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব চক্ষু হাসপাতাল

শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়ে যাচ্ছে গোপালগঞ্জের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান’। ২০১৬ সালের এপ্রিলে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসাসেবা শুরু করে। ২১ জেলার মানুষ এখান থেকে চোখের সেবা নিচ্ছেন।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ২০১৬ সালে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর থেকে লাখ লাখ রোগী এখান থেকে সেবা পেয়েছে,আধুনিক যন্ত্রপাতি দিয়ে ও উন্নত মেশিনের মাধ্যমে অপারেশন করা হচ্ছে। আশপাশের অন্তত ২১টি জেলার রোগীরা এখান থেকে সেবা নিয়ে থাকেন। প্রতিদিন হাসপাতালের আউটডোর থেকে ১ হাজার রোগী দেখা হয়।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, বরিশাল খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, শারীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ ২১টি জেলার রোগীরা এ হাসপাতাল থেকে সেবা পাচ্ছেন। এখানে রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ চোখের প্রায় সব ধরনের চিকিৎসা করা হয়।

গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী বলেন, এ প্রতিষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার রোগীরা এসে চক্ষু রোগের সব ধরনের সেবা গ্রহণ করেন। তাদের চোখের ছানি ও নেত্রনালী বিনামূল্যে অপারেশন করা হয়। এছাড়া গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে হাসাপাতালের উদ্যোগে ক্যাম্প করে রোগী বাছাই করা হয়। তাদের এ হাসাপাতালে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও অপারেশন করা হয়। এতে এ অঞ্চলের ছানিজনিত অন্ধত্ব অনেকটা কমে এসেছে।

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান দালালমুক্ত হয়ে আরো প্রযুক্তিগত সেবা প্রদান করা হোক এমনটাই প্রত্যাশা করেছেন গোপালগঞ্জবাসী।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এলএ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :