হাজীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রেমের প্রলোভন দেখিয়ে রাতভর কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে তাদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের নিমাই চন্দ্র দাস (২৪), মমিন (৩২), মামুন (৩০) ও মো. মিজান (৪৫)।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার (৫ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধ্যর্বপুর ইউনিয়নের পশ্চিম গন্ধ্যর্বপুর গ্রামের নিমাই চন্দ্র দাস লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রাম থেকে এক কিশোরীকে (১৬) নিয়ে তার গ্রামে যান। পরে স্থানীয় কিছু যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে রাতভর ওই কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠে।

তবে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, একজন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে এলাকায় আসায় বাগবিতণ্ডা হয়। সোমবার (৬ জানুয়ারি) রাতে অভিযুক্ত ৪জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

সোমবার রাতে এই ঘটনায় বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, কিশোরী ভাষ্যমতে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নেয় কিছু যুবক। পরে সে রাতভর গণধর্ষণের শিকার হয়। কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা