মূত্রথলিতে ক্যানসার হয়েছে বুঝবেন যেভাবে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬
অ- অ+

ক্যানসার একটি মারণব্যাধি- এ কথা এক বাক্যে স্বীকার করেন সবাই। আবার এটাও কেউ অস্বীকার করেন না যে, সঠিক সময়ে ধরা পড়লে কঠিন এই রোগ থেকে মুক্তি পাওয়াও সম্ভব। ক্যানসারের রয়েছে নানা ধরন। তার মধ্যে একটি হলো মূত্রথলির ক্যানসার।

ফুসফুস ক্যানসারের মতোই মূত্রথলির ক্যানসারের হারও বাড়ছে দিন দিন। চিকিৎসা বিশেষজ্ঞদের কথায়, এই ধরনের ক্যানসারে মৃত্যুর হার প্রায় অর্ধেকের কাছাকাছি। তাই আগে থাকতেই সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। তাই কোন উপসর্গগুলো দেখলেই সতর্ক হবেন আসুন জেনে নেই।

প্রস্রাবের সময় জ্বালা

প্রস্রাবের সময় জ্বালা জ্বালা করলে তা মূত্রথলির ক্যানসারের উপসর্গ হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা হলে বা জ্বালা হলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া ভালো। এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বারবার প্রস্রাব

বারবার প্রস্রাবের সমস্যা সাধারণত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের হয়। তবে আসলে সমস্যা কী তা পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়াই উত্তম। কারণ, বারবার প্রস্রাব পাওয়া মূত্রথলির ক্যানসারের আরেকটি উপসর্গ। সারাদিন বিশেষ করে রাতে বারবার প্রস্রাব পেলে ডাক্তার দেখানো জরুরি।

চাপ থাকলেও প্রস্রাব না হওয়া

প্রস্রাবের অনেক চাপ, কিন্তু সেই তুলনায় সামান্য প্রস্রাব হওয়া বা একেবারে না হওয়া আরেকটি গুরুতর লক্ষণ মূত্রথলির ক্যানসারের। এমন উপসর্গ দেখা দিলে চাপ দিলেও প্রস্রাব ঠিকমতো বের হয় না। এমন সমস্যা দেখা দিলে তা ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

কোমরে ব্যথা

ক্যানসার কোষের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে কোমরেও ব্যথা হতে থাকে। চিকিৎসকের কথায়, কোমরের দিকে মূত্রথলি থাকে। এই সময় ব্যথাটা পেছন দিকে ছড়িয়ে পড়ে।

মূত্র দিয়ে রক্তপাত

প্রস্রাবের সময় মূত্র দিয়ে রক্ত বের হওয়া ক্যানসারের অন্যতম আরেকটি উপসর্গ। সাধারণত মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয়। তবে মূত্রের রং লালচে হলেই সতর্ক হতে হবে। দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবেই বাঁচবে জীবন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা