সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে ৭৮ হাইড্রলিক হর্ন জব্দ, জরিমানা

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬
অ- অ+

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৭৮ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানে সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৩শ' টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় যানবাহনগুলো থেকে ৬২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ আইন লঙ্ঘণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন, নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া এবং বিআরটিসি, সিলেটের প্রতিনিধি সার্বিক সহায়তা প্রদান করেন।

এসময় শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে আনসার ব্যাটালিয়নের একদল সদস্য।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা