শুনানি শেষে ১৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্যকে কারাগারে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫

বান্দরবানের দুর্গম থানচির থানচি-লিক্রী সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রী ব্রিজ থেকে আটক নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন সদস্য এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে তাদের তোলা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদের বান্দরবান কারাগারে নেয়া হয়। আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়।

এর আগে ৭ ফেব্রুয়ারি বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রী ব্রিজ থেকে র‌্যাব অভিযান পরিচালনা করে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭জন সদস্য ও পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে র‌্যাব পরে বান্দরবানের থানচি থানায় র‌্যাব বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনে ২০ জনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে একটি মামলা দায়ের করে।

প্রসঙ্গত, ৩ অক্টোবর শুরু হওয়া র‌্যাবের অভিযানে এই চার মাসে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫৫ জন সদস্য এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৪ জন সদস্যকে আটক করে র‌্যাব।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :