শুনানি শেষে ১৭ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্যকে কারাগারে প্রেরণ

বান্দরবানের দুর্গম থানচির থানচি-লিক্রী সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রী ব্রিজ থেকে আটক নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন সদস্য এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে তাদের তোলা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদের বান্দরবান কারাগারে নেয়া হয়। আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়।
এর আগে ৭ ফেব্রুয়ারি বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রী ব্রিজ থেকে র্যাব অভিযান পরিচালনা করে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭জন সদস্য ও পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে র্যাব পরে বান্দরবানের থানচি থানায় র্যাব বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনে ২০ জনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে একটি মামলা দায়ের করে।
প্রসঙ্গত, ৩ অক্টোবর শুরু হওয়া র্যাবের অভিযানে এই চার মাসে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫৫ জন সদস্য এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৪ জন সদস্যকে আটক করে র্যাব।
(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন