বিবার্তা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ডিআরইউর নিন্দা

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার এক বিবৃতিতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
এদিকে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার (কেডিজেএফ) পক্ষ থেকে ওই ঘটনায় নিন্দা জানানো হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিবার্তার অফিস ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য নিঃসন্দেহে অশনি সঙ্কেত। ডিআরইউ'র কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা২৪ ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে বিবার্তা ও জাগরণ টিভির অফিস ভাঙচুর ও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিবার্তা কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম)

মন্তব্য করুন