বগুড়ায় বিএনপির পদযাত্রায় আটক ১৪

বগুড়ায় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩

বগুড়ার সোনাতলায় বিএনপির পদযাত্রা থেকে ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার সদর, জোড়গাছা এবং মধুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

বিএনপির নেতারা বলছেন, অন্যায়ভাবে নেতাকর্মীদের আটক করা হয়েছে।

তবে পুলিশ বলছে, রাস্তা অবরোধ করে রাখায় তাদের বাধা দিতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের আটক করা হয়।

সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম হুমায়ন কবির জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে আমাদের পদযাত্রা শুরু। এর এক পর্যায়ে পুলিশ ওই নেতাকর্মীদের আটক করে থানায় নেয়। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের আটক করেছে। অন্তত ১৫ নেতাকর্মীদের থানায় নিয়ে গিয়েছে তারা। আটকদের মধ্যে তিন ইউনিয়ন বিএনপির সভাপতিও রয়েছে।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, পদযাত্রার সময় তারা রাস্তা অবরোধ করে রেখেছিল। এ সময় পুলিশ তাদের রাস্তা ক্লিয়ার করতে বললে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় তিন ইউনিয়ন থেকে ১৪ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :