বগুড়ায় ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটাপড়ে আব্দুল মজিদ (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সরকারি আজিজুল হক কলেজের সামনে দিয়ে চলে যাওয়া রেললাইনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন। তিনি পেশায় বাস চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, নিহত মজিদ এক সময় বাস চালক হিসেবে কাজ করলেও তিনি ছয় বছর আগে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে কারণে তিনি ভবঘুরের জীবনযাপন করতেন। তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এআর)
মন্তব্য করুন