ফরিদপুরে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ

ফরিদপুর জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সোমবার দুপুরে অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহাজাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ৩৮টি চেকের মাধ্যমে মোট ৯৯ লক্ষ ৯১ হাজার ৩৩ টাকা বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন