পেটের ব্যথ্যা সইতে না পেরে ডাব বিক্রেতার আত্মহত্যা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৪
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় পেটের ব্যথ্যা সইতে না পেরে কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে টুকু শেখ (৫৫) নামে এক ডাব বিক্রেতা আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম গ্রামের নিজ বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত টুকু ওই গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ওষুধ হিসেবে তিনি নিয়মিত খাবার সোডা খাইতেন। যতটুকু জানতে পেরেছি, তিনি পেটের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

তবে স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মাতুব্বর বলেন, টুকু শেখের সঙ্গে তার ভায়রা ভাইয়ের মাইনদ্দিন মাতুব্বরের ঝগড়া বিবাদ চলছিল। তিনি তার ভায়রা ভাইয়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা