রাজধানীতে ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৪
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম নামে এক মাদক কারবারিরকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে পৌনে তিনটার দিকে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে মাদক কারবারি চক্রের মূলহোতা মো. রেজাউল করিমকে ২৫ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ আটক করা হয়।

আটককৃতের বরাতে র‍্যাব জানায়, তিনি দীর্ঘ দিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেনা-বেচা আসছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অবিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকেন। তিনি মূলত মাছবাহী পিকআপ চালান এবং মাছ বহনের আড়ালে অবৈধ মাদকের বড় বড় চালান কুমিল্লা থেকে দেশের বিভিন্ন জায়গায় বহন করে কেনা-বেচা করতেন।

তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এএ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা