নতুন রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: অ্যাটর্নি জেনারেল

নতুন রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আর্টিকেল ১৪৭ অনুযায়ী এই পদকে লাভজনক পদ বলা হবে না’ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সবচেয়ে বড় বিষয় যেটা, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত পদ যেগুলো, সেগুলো সংবিধানের চ্যাপ্টার ৯ এ আছে। সেখানে এটার বর্ণনা দেওয়া আছে কারা পদ এবং আর্টিকেল ৪১ এ দেখেন সে পদগুলোতে তারা কতদিন কাজ করবেন সেটা নির্ধারণ করবেন রাষ্ট্রপ্রতি। তাহলে রাষ্ট্রপতি তো নিজের কার্যকাল ঠিক করতে পারেন না। তার কার্যকাল অন্যরা ঠিক করেন এজন্য তাকে এখানে রাখা হয়নি।’
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘একই ধরনের প্রশ্ন আসছিল, যখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ১৯৯৬ এ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তখন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর রিট করেছিলেন এবং সেই রিট খারিজ হয়। সেখানে তার বক্তব্য ছিল, রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের লাভজনক পদ। কিন্তু তৎকালীন হাইকোর্ট বিভাগ স্পষ্ট কিছু ঘোষণা দেন। যার মধ্যে অন্যতম ছিল, এটা প্রজাতন্ত্রের লাভজনক কোনো কর্মকর্তা নয়।’
সংবিধানে বর্ণিত লাভজনক পদ কোনগুলো- এই প্রশ্ন করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্ট বিভাগের যে জাজমেন্ট আছে সেখানে স্পষ্ট করে লেখা, রায়ের আলোকে আমি বলতে পারি, নবম ভাগে যে চাকরিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো লাভজনক পদ এবং সংবিধানে লাভজনক পদের সঙ্গা দেওয়া আছে।’
অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, ‘সম্পূর্ণভাবে তিনি বৈধ এবং এগুলো নিয়ে যে প্রশ্ন করা হচ্ছে তা অবান্তর। রাষ্ট্রপতি কোনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন।’
যারা বিতর্ক তুলছে তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি না কেন তারা এগুলো করছেন। তারা যদি বিষয়টি ভালোভাবে জানেন বিষয়টা তখন নিজেরাই বুঝতে পারবেন, এটা নিয়ে তাদের বিতর্ক করা ঠিক হচ্ছে না।’
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এফএ)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

তারেক-জোবায়দার মামলার শুনানি: দ্বিতীয় দিনেও হট্টগোল আইনজীবীদের

ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, ‘দানকর’ দিতে হবে ১২ কোটি

এনবিআরের দানকর দাবি চ্যালেঞ্জ করে ড. ইউনূসের মামলার রায় আজ

রাজনীতিবিদরা সম্পদের রক্ষক, ভক্ষক হতে পারেন না: হাইকোর্ট

আমান ও টুকুকে দুসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি মামলায় আমানের ১৩ বছর ও টুকুর ৯ বছর কারাদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছাতে আবেদন

আমান দম্পতি ও টুকুর দুর্নীতি মামলায় আপিলের রায় আজ

বিএনপি নেতা নিপুণ রায়কে জামিন দিলেন হাইকোর্ট
