‘সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সবার ছুটি এবারও বাতিল’

কৃষকের কষ্টের ফলানো সোনালি বোরো ধান গোলায় না তোলা পর্যন্ত সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। খুব জরুরি প্রয়োজন না হলে কেউ ছুটি নেবেই না, বরং অন্য জায়গা থেকে লোক এনে এই হাওরে কাজ করবে।
বুধবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর শনির হাওরের বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, হাওরে ৫৪ ভাগ ফসল রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে শতভাগ কাজ শেষ হয়ে যাবে। ২৬ জন সার্ভেয়ার হাওরে কাজ করেছে এখনও তাদের ছেড়ে দেয়া হয়নি। তাদেরকে এখনও রাখা হয়েছে তারা হাওরে থাকবে এবং যেখানেই সমস্যা হবে সেখানেই তারা পদক্ষেপ গ্রহণ করবে।
উপ-মন্ত্রী আরও বলেন, কৃষকদের ফসল ঘরে উঠানোর জন্য ও হাওরের রক্ষা বাঁধের স্থায়ী সমাধানের জন্য কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে কেউ অনিয়ম দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিদের্শনা দিয়েছেন- সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনিসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন