বিপিএল ফাইনাল

সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল ম্যাচের শুরুতে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা ইমরুল কায়েস। টস হেরে এখন ব্যাটিংয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের ইতিহাসে এখনও শিরোপার স্বাদ পায়নি সিলেট। শিরোপা তো দূরের কথা এখন পর্যন্ত ফাইনালেই উঠল এবার প্রথম। তাই শিরোপা জিততে মুখিয়ে আছে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে এখন পর্যন্ত ঢাকার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ জিততে ঢাকাকে ছাড়িয়ে যাবে ইমরুল কায়েসরা। আর বিপিএলের ইতিহাসে ফাইনালে কখনও হারেনি ভিক্টোরিয়ান্সরা। তাই জয়ের দিকেই চোখ রয়েছে শিরোপা প্রত্যাশী এই দলটির।

এবারের বিপিএলের প্রথমপর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে প্রথম কোয়ালিফায়ারে উঠে সিলেট ও কুমিল্লা। সিলেটকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে সিলেট।

কুমিল্লা একাদশ

লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

সিলেট একাদশ

তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড, রুবেল হোসেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :