জিতেও বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়

নারী বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয় পেয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৬ রান তুলে উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস।
এ জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে থেকে এবারের মিশন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ভারতের। আরও একটি ম্যাচ রয়েছে ভারতের মেয়েরা। এছাড়া টেবিলে চারে পাকিস্তান ও পাঁচে রয়েছে আয়ারল্যান্ড।
রবিবার রাতে পার্লে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের দলনেতা হেইলি ম্যাথিউজ। ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় দল। ২১ বলে ২০ রান করেন দলনেতা ম্যাথিউজ। আরেক ওপেনার রাশেদা উইলিয়ামের ব্যাট থেকে আসে ৩০ রান। পরে ক্যাম্পবেল ২২, হেনরি ১১, গাজনাবি ১৩ ও অ্যালাইন ৯ রান করেন। আর ৪ রানে ফ্লেচার ও ১ রানে হোল্ডার অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ৫ রানে মুনেবা ও ৮ রানে সিদ্র আউট হন। পরের তিন ব্যাটার দলকে জয়ের দিকেই নিতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারেনি পাকিস্তান। বিসমাহ মারুফ ২৬, নিদা দার ২৭ ও আলিয়া রিয়াজ ২৯ রান করেন। আর ৯ রানে ফাতিমা ও শূন্যরানে ওমাইয়া অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন