ডি মারিয়ার হ্যাটট্রিক, সেরা ষোলোতে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮
অ- অ+

উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে নান্তেসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস। ম্যাচটি ৩-০ গোল ব্যবধানে জিতে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

নিজেদের মাঠে অনুষ্ঠিত নক আউটপর্বের প্রথম লেগে ১-১ গোল ব্যবধানে ড্র করেছিলো জুভেন্টাস। তাই শেষ ষোলোতে উঠতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না তুরিনের দলটির। এদিন ম্যাচে ৩-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন ডি মারিয়া। নিকোলো ফাগিওলির দেয়া পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচের ১৭ মিনিটে ইচ্ছাকৃত ভাবে বলে হাত লাগানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার নিকোলাস পালোইস। এতেই দশজনের দলে পরিণত হয় নান্তেস। আর ম্যাচের ৭৮তম মিনিটে ব্লাহোভিচের যোগান থেকে বল পেয়ে নিজের ও দলের হয়ে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডি মারিয়া।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ-এমপিভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বাণিজ্য, বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান
ইতালিতে সিলেট বিভাগ যুব পরিষদের আয়োজনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা