হামলার আতঙ্ক উপেক্ষা করে বইমেলায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৭
অ- অ+

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম। কিন্তু বোমা হামলার আতঙ্ক উপেক্ষা করে বইমেলায় ভিড় জমিয়েছেন পাঠক-দর্শনার্থীরা।

শুক্রবার সকাল থেকেই শিশু-কিশোরদের নিয়ে মেলা প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন অভিভাবকরা। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্য প্রতিবাদের দেখা মিলল এবারের বইমেলায়। বোমা হামলার আতঙ্ক উড়িয়ে দিয়ে সকাল থেকে শিশুপ্রহরের আনন্দ আয়োজনে শামিল হন হাজারো মানুষ। আসেন হাজারো পাঠক-দর্শনার্থী।

অভিভাবকরা জানান, বই পড়ার মধ্য দিয়েই গড়ে উঠবে জঙ্গিমুক্ত মানবিক সমাজ। উড়ো চিঠিতে ভয় পাওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এসব হুমকি সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

সরেজমিন দেখা যায়, নিরাপত্তা চেকপোস্ট, তল্লাশি শেষে সারিবদ্ধভাবে সবাই শামিল হন প্রাণের বইমেলায়। বেলা যত গড়িয়েছে, ততই চিরচেনা রূপ নেয় মেলায় শিশুসহ সবার আকর্ষণের জায়গা শিশুপ্রহর। সিসিমপুরে হালুম-শিকু-ইকরির পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠে ছোট্ট সোনামণিরা।

পাঠকরা জানান, অতীতের মতোই জঙ্গিদের হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হবে। সফল হবে বাঙালির প্রাণের আয়োজন।

প্রকাশক-বিক্রেতারাও জানান, জঙ্গিদের হুমকির কোনো প্রভাবই পড়েনি বইমেলায়। আগের বন্ধের দিনগুলোর মতোই এসেছেন পাঠক-দর্শনার্থীরা। বিক্রিও আগের তুলনায় বেড়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা