চার বছর পর আজ কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫
অ- অ+

দীর্ঘ চার বছর পর আজ নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়াও ৪২টি প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি ঢাকা টাইমসকে জানান, শনিবার সকাল আটটায় সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

সফর সূচি অনুযায়ী, নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়ায় যান প্রধানমন্ত্রী। উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ায় গেলেও কোটালীপাড়ায় যাওয়া হয়নি তার।

এদিকে চার বছর পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা, গোলাপগঞ্জ, খুলনা মহাসড়কসহ আশেপাশের প্রতিটি জেলার রাস্তার দুপাশে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জনসমাবেশের স্থল পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজখবর নিচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীরা জানান, জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ বইছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষায় লাখো জনতা। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা