নাফ নদ থেকে নৌকাসহ তিন বাংলাদেশিকে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিন বাংলাদেশিকে অস্ত্রের মুখে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলার লেদা-সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি।
অপহৃত ব্যক্তিরা হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া। তাদের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুরের দিকে ওই তিনজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই তিনজন নৌকা নিয়ে নাফ নদে নেমেছিলেন। আরাকান আর্মি তাদের দিকে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।
নাফ নদ থেকে তিনজনকে ধরে নিয়ে যাওয়ার কথা শুনেছেন বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিস্তারিত খোঁজ নিচ্ছেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর গত ৮ ডিসেম্বর দখল করে নেয় আরাকান আর্মি। এরপর তারা নাফ নদে মাছ আহরণসহ নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
এ ছাড়া নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে তাদের তৎপরতা বাড়ায় আরাকান আর্মি। গত পাঁচ মাসে তাদের হাতে অপহৃত হয় অনেক বাংলাদেশি জেলে।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)

মন্তব্য করুন