সীতাকুণ্ডের উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ২০:২৮
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ চ্যানেলের ভাটিয়ারী সাগর উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার বেলা ১১ টার দিকে ভাসানচর থেকে ৪টি বোটে করে তারা চট্টগ্রামের উদ্দেশে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ভাসানচর থেকে চারটি বোটে করে চট্টগ্রামের উদ্দেশে নারী-পুরুষ ও শিশুসহ ৪০ জন রোহিঙ্গা সন্দ্বীপ চ্যানেলে সাগর পথ পাড়ি দিচ্ছিল।

এ সময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রোহিঙ্গারা সকলেই ভাটিয়ারী উপকূলে উঠে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোট ও রোহিঙ্গাদের আটক করে। স্থানীয় এলাকাবাসী সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। পরে আরো বিস্তারিত জানাতে পারবো।

(ঢাকা টাইমস/১২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বদমেজাজি ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত আইজি ইকবাল বাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা