সীতাকুণ্ডের উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ চ্যানেলের ভাটিয়ারী সাগর উপকূল থেকে শিশুসহ ৪০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার বেলা ১১ টার দিকে ভাসানচর থেকে ৪টি বোটে করে তারা চট্টগ্রামের উদ্দেশে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ভাসানচর থেকে চারটি বোটে করে চট্টগ্রামের উদ্দেশে নারী-পুরুষ ও শিশুসহ ৪০ জন রোহিঙ্গা সন্দ্বীপ চ্যানেলে সাগর পথ পাড়ি দিচ্ছিল।
এ সময় ভাটিয়ারী এলাকায় পৌঁছালে ৪টি বোটের মধ্যে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রোহিঙ্গারা সকলেই ভাটিয়ারী উপকূলে উঠে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোট ও রোহিঙ্গাদের আটক করে। স্থানীয় এলাকাবাসী সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। পরে আরো বিস্তারিত জানাতে পারবো।
(ঢাকা টাইমস/১২মে/এসএ)

মন্তব্য করুন