টেবিলের শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে লিস্টার সিটির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জিতেছে দারুণ ফর্মে থাকা আর্সেনাল। ম্যাচে জয় নির্ধারণী একমাত্র গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্টেনলি। আর এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করলেন মিকেল আর্তেতার শিষ্যরা।

এ জয়ের মাধ্যমে ২৪ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। আর চারে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৪২।

কিং পাওয়ার স্টেডিয়ামে গাব্রিয়েল মার্টিনেলির গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়। ম্যাচের বেশীরভাগ সময়ই সফরকারী আর্সেনালের প্রাধান্য বজায় ছিল। ম্যাচ শেষে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেছেন, ‘বেশিরভাগ সময়ই বল আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের আরও বেশি সুযোগ তৈরি করা ও গোল করা উচিৎ ছিল। যখন সেটা না হয় তখন রক্ষণভাগের দিকে মনোযোগী হতে হয়। আজ আমরা প্রতিপক্ষকে মাত্র একটি শট করতে দিয়েছি। রক্ষণভাগে খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধ থামাতে খামেনিকে সরাতে বললেন নেতানিয়াহু
অবিলম্বে তেহরান খালি করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সন্তোষ
দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা