পাশাপাশি নেটে সাকিব-তামিমের অনুশীলন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫
অ- অ+

একদিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই এসেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি। এদিকে সাকিবের পাশের নেটেই অনুশীলন করেন তামিম ইকবালও।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাকিব আল হাসানকে বহনকারী বিমানটি। এরপর দুপুর পর্যন্ত বিশ্রাম করে নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

এরপর দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। মুশফিকুর রহিমের সঙ্গে খানিক সময় কথা বলে চলে যান ড্রেসিংরুমে। সেখান থেকে ইনডোরের নেটে এসে ব্যাটিং প্র্যাকটিস শুরু করেন। প্রায় ৩০-৪০ মিনিট অনুশীলনের পর ব্যাট করেন তিনি।

মজার বিষয় হলো খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেট প্র্যাকটিসে দুই পাশাপাশি থাকলেও সাকিব-তামিমের কেউই কারও সঙ্গে কথা বলেননি। এদিকে সাকিব-তামিম ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম নেটে নিজেদের ঝাঁলিয়ে নেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা