মারক্রামের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৪৫ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৭:৪৩

সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে এইডেন মারক্রামের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৪৫ রান তুললো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিকে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ২ উইকেটে ১০৯ রান তুলেছে ক্যারিবিয়ানরা।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান দলনেতা টেম্বা বাভুমা। ব্যাট করতে নেমে প্রথম দিনেই তিনশ ছাড়িয়ে যায় প্রোটিয়াদের ইংনিশ। ডেন এলগার ও এইডেন মারক্রামের ব্যাটে ৮ উইকেটে ৩১৪ রানের সংগ্রহ পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।

দ্বিতীয় দিনের খেলায় ব্যাট নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েজার। দুজন মিলে দলয় স্কোরে কিছু রান যোগ করতে সক্ষম হন। দ্রুত ১২ বল খেলে ১৭ রান করেন কোয়েজার। এদিকে এনরিখ নরকিয়ার ব্যাট থেকে এসেছে ১৪ রান। ২৩ রানে অপরাজিত থাকেন জানসেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২২ রানের মাথায় পড়ে প্রথম উইকেট। ব্যাট হাতে মাত্র ১১ রান করেন ওপেনার ও ক্রেইগ ব্র্যাথওয়েট। আরেক ওপেনার ত্যাজনারায়ন চন্দরপল ক্রিজে ছিলেন অনেক্ষণ। কিন্তু ব্যক্তিগত ইনিংস বড় করতে পারেননি। আউট হন ২২ রানে।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেছেন রেইমন রেইফার ও জার্মেইন ব্ল্যাকউড। দুজন মিলে তুলেন অপ্রতিরোধ্য ৫১ রানের জুটি। ৮০ বলে ৩৬ রানে রেইফার ও ৫৩ বলে ৩১ রানে ব্ল্যাকউড অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :