খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ১৬:৪৯
অ- অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান শুভ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। তার বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলায়। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের আত্রাই নদীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খুঁটিতে উঠে হাফিজুর রহমানসহ দুই শ্রমিক পল্লী বিদ্যুতের লাইনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার কাজ করাকালে হঠাৎ বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান (৩২) লাইনম্যান গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুজ্জোহা মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে খানসামা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম ইফতেখার আহমেদ জানান, ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক ও বেদনাদায়ক। ওই এলাকাটি আমাদের উপজেলার হলেও পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার লাইন চলে। তাই অসাবধানতাবশত লাইন দেওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা