পঞ্চগড়ে সংঘর্ষ: ৬ মামলায় আসামি ৮২০০, গ্রেপ্তার ৮১

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৩:৪২ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৩:৩২

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার ২০০ জনকে। এর মধ্যে এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গুজব ছড়ানো, হামলা, ভাঙচুর, লুটপাট, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে পঞ্চগড় সদর থানায় পুলিশের পক্ষ থেকে চারটি, র‌্যাবের পক্ষ থেকে একটি এবং আহমদিয়া সম্প্রদায়ের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৮ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, পঞ্চগড়ের রাজনগর এলাকার ফজলে রাব্বী (২৮) ও তেঁতুলিয়া উপজেলার সাতমেরা এলাকার রাব্বী ইমন (২৬), রাজনগড় এলাকার ইসমাইল হোসেন ঝনু (২৫) ও তুলারডাঙ্গা এলাকার রাসেল হোসেনসহ (২৮) ৮১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ মার্চ) রাতে পঞ্চগড় সদর থানায় পুলিশের পক্ষে এসআই মাসুদ রানা, এসআই সাইদুর রহমান, এসআই সামসুজ্জোহা সরকার, এসআই আলতাফ হোসেন এবং র‌্যাব-১৩এর পক্ষে ডিএডি আব্দুস সামাদ মামলা দায়ের করেন।

এ ছাড়া আহমদিয়া সম্প্রদায়ের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান নিহত হওয়ার ঘটনায় তার বাবা ওসমান আলী মামলা দায়ের করেছেন। এ মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে, অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘পঞ্চগড়ে বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘আমরা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করছি। হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত পঞ্চগড় সদর থানায় ছয়টি মামলা হয়েছে। মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন চালাবে এনডিআই ও আইআরআই

এই বিভাগের সব খবর

শিরোনাম :