পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৪:০৪| আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৪:২২
অ- অ+

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পুলিশকে বহনকারী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবারের এই হামলায় আহত হয়েছেন অন্তত আরো ১৬ জন। নিহতরা সবাই পুলিশ বিশেষ বিভাগের সদস্য।

সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল হাই আমির বলেছেন, আত্মঘাতী হামলাকারী মোটরবাইকে করে এসে ট্রাকের পেছন দিকে আঘাত করে।

পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, সিবি ও কাচি সীমান্ত লাগোয় একটি সেতুতে আত্মঘাতী এই হামলা চালানো হয়। নিহত পুলিশ কর্মকর্তাদের সবাই বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের বিশেষ বিভাগের সদস্য।

আত্মঘাতী হামলার পর বোলানের ওই এলাকা ঘিরে রাখা হয়েছে বলে বেলুচিস্তানের কাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার মাহমুদ নোতেজাই ডনকে জানিয়েছেন। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

(ঢাকাটাইমস/০৬মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা