পুঁজিবাজার নিয়ে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী

দেশের পুঁজিবাজার নিয়ে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দোহার সেন্ট রেজিস হোটেলে কাতারের ব্যবসায়ীদের সঙ্গে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জানালেন, শিগগিরই পুঁজিবাজারে ‘ডেরিভেটিভ’ পণ্য অন্তর্ভুক্ত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুঁজিবাজারকে আরও উন্নত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কঠোর পরিশ্রম করছে। আমাদের বন্ড মার্কেটকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা শিগগিরই আমাদের পুঁজিবাজারে ‘ডেরিভেটিভ’ পণ্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছি।’
অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভবনা তুলে ধরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া দুটি আলাদা প্রেজেন্টশন উপস্থাপন করেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি-৫) যোগ দিতে গত শনিবার (৪ মার্চ) কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফিরবেন আগামী ৮ মার্চ।
(ঢাকাটাইমস/৬মার্চ/এজে)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

শিশুটিকে ইকবাল রোড থেকে মুখ চেপে সিএনজিতে তুলে নেয় ধর্ষকরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে, তাদের সেদিকে তাকানো প্রয়োজন: তথ্যমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট শতভাগ অনলাইনে, বিক্রি শুরু ৭ এপ্রিল

চতুর্থ পর্যায়ে ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

জাতির পিতার বাংলাদেশে কেউ ঠিকানাহীন থাকবে না: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব পানি দিবস

রমজান কবে শুরু জানা যাবে আজ

ঘর পাচ্ছে আরও ৪০ হাজার পরিবার

র্যাবের ওপর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া পড়েছে: ডিজি
