পরপর দুই বলে সাজঘরে ডাকেট-বাটলার

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলে যাচ্ছিলেন বেন ডাকেট ও জস বাটলার। অতপর পরপর দুই বলে সাজঘরে ফিরলেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১৩৫ রান তুলেছে ইংল্যান্ড।
এখন শূন্যরানে মঈন আলি ও শূন্য রানে স্যাম কারেন অপরাজিত রয়েছেন।
ম্যাচের শুরুত টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ওপেনিং জুটিতে ১০ ওভারে আসে ৮০ রান।৩৫ বলে ৩৮ রান করে আউট হন সল্ট।
পরের উইকেটে নেমে সুবিধা করতে পারেননি বাঁ-হাতি ব্যাটার ডেভিড মালান। সাকিব আল হাসানের করা বলে ৭ বলে ৪ রানে আউট হন মালান। তবে তৃতীয় উইকেটে যোগ্য সঙ্গী পান ওপেনার বাটলার। দুর্দান্ত ব্যাট করতে থাকেন বেন ডাকেট। দুজন মিলে গড়ন ৪৭ রানের জুটি। ১৩ বলে ২০ রান করে আউট হন ডাকেট। এদিকে ফিফটি করার পর ৪২ বলে ৬৭ রানে ফেরেন বাটলার।
(ঢাকাটাইমস/০৯মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

আফগানদের বিপক্ষে টেস্টে নেতৃত্বে লিটন

অজি পেসার শন অ্যাবর্টের রেকর্ডগড়া সেঞ্চুরি

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

টিকে থাকার শঙ্কায় এভারটন-লিস্টার-লিডস

স্পেনে বর্ণবাদ কমবে না বলে ধারণা গার্দিওলার

গিল-মোহিত নৈপুণ্যে মুম্বাইকে বিদায় করে ফাইনালে গুজরাট

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

এবার কোচিং দায়িত্ব ছাড়ার ঘোষণা ছোটনের

টানা চতুর্থ শিরোপা জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস
