খানসামায় ৯৪ গর্বিত পিতা-মাতাকে সংবর্ধনা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ১৬:১৯
অ- অ+

দিনাজপুরের খানসামায় ৯৪ জন বিসিএস ক্যাডার, জজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পিতা-মাতাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলার বিভিন্ন পেশার মানুষদের নিয়ে গঠিত গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির আয়োজনে বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট শহীদ মিনার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির সভাপতি হাফিজ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী মো. সাইফুল ইসলাম অ্যাডভোকেট, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস, দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলামসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও সুধীজন।

(ঢাকাটাইমস/৯মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা