সিদ্দিক বাজারে বিস্ফোরণ: সেপটিক ট্যাংকের পানিতে কী পেল বিএসটিআই?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৪:৫৫| আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫:১৭
অ- অ+

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় স্যানিটারি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে পানি সংগ্রহ করেছে বিএসটিআই। মার্কেটের নিচতলা থেকে বিস্ফোরণ হওয়ায় সেপটিক ট্যাংক ভেঙে পানি উঠে পড়ে মার্কেটটির আন্ডার গ্রাউন্ডে। সেই পানি সংগ্রহ করে বিএসটিই। মূলত পানিতে কোনো ধরনের দাহ্য পদার্থ বা অন্য কোনো ধরনের বিস্ফোরক দ্রব্যের উৎস খুঁজতেই এই পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়।

তবে গত বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) একটি দল এসে পানি সংগ্রহ করে নিয়ে গেলেও কী পাওয়া গেছে তা প্রকাশ করা হয়নি এখনও।

বিএসটিআই সূত্রে ঢাকা টাইমস জানতে পারে, তিন সদস্যের একটি কমিটি গঠন করে সংগৃহীত পানির ওপর পরীক্ষা-নিরীক্ষা এখনও চলমান আছে। তবে চলমান এই পরীক্ষায় এখনও তেমন কোনো আলামত মেলেনি।

শুক্রবার বিএসটিআই উপপরিচালক মো. রিয়াজুল হক ঢাকা টাইমসকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় আমরা দাহ্য পদার্থ বা অন্য কোনো ধরনের বিস্ফোরক দ্রব্যের উৎস খুঁজতেই ঘটনাস্থলের পানি সংগ্রহ করেছিলাম। তিন সদস্যের এক কমিটির মাধ্যমে সংগৃহীত পানির ওপর পরীক্ষা-নিরীক্ষা এখনও চলমান আছে। এখন পর্যন্ত আমরা সেই পানি থেকে কোনো আলামত সংগ্রহ করতে পারিনি। আগামী রবি-সোমবার পর্যন্ত সম্পূর্ণ ফলাফল জানা যাবে। তখন নিশ্চিতভাবে বলা যাবে, পানিতে কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য ছিল কিনা।’ এর আগে গত বুধবার বিস্ফোরণের দ্বিতীয় দিন দুপুরে বিএসটিআইয়ের একটি দল এসে পানি সংগ্রহ করে নিয়ে যায়। এই দলের নেতৃত্ব দেন উপপরিচালক রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা এই পানি পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছি। দেখা হবে এরসঙ্গে কোনো ধরনের দাহ্য পদার্থ বা অন্য কোনো ধরনের বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায় কিনা।’

মঙ্গলবার বিকালে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে দুপুর ৪টা ৫০ মিনিটে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের দেওয়াল ও গ্লাস ভেঙে পড়ে অনেকে আহত হন। এ ঘটনায় ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বুধবার সকালে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকালে উদ্ধার করা আরও ২ জনের লাশ। সবশেষ বৃহস্পতিবার আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

(ঢাকাটাইমস/১০মার্চ/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা